লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ‍্য সাথী কার্ড নিলেন মুখ‍্যমন্ত্রী

5th January 2021 1:01 pm কলকাতা
লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ‍্য সাথী কার্ড নিলেন মুখ‍্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  লাইনে দাঁড়িয়ে সকলের সাথে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি রোডের জয়হিন্দ ভবনে চলছে কাজ। সেখানেই সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কার্ড নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। সকল রাজ‍্যবাসীকে স্বাস্থ‍্য পরিষেবা দেবার জন‍্য স্বাস্থ‍্য সাথী প্রকল্পের সূচনা করেছেন মুখ‍্যমন্ত্রী । পরিবারের মহিলাদের নামে হবে এই কার্ড । সেই কার্ডে নাম নথিভুক্ত থাকবে পরিবারের সকলের । পাঁচ লক্ষ টাকা অবধি রাজ‍্যের সরকারী ও বেশ কিছু বেসরকারী চিকিৎসাকেন্দ্রে এমনকি ভিন রাজ‍্যেও কিছু চিকিৎসাকেন্দ্রে মিলবে ক‍্যাশলেশ পরিষেবা । চিকিৎসার সহায়তায় মুখ‍্যমন্ত্রীর উদ‍্যোগে সামিল সকলেই । যদিও বিরোধী পক্ষ অবশ‍্য একে " ঢপের চপ " বলে তোপ দেগেছেন । জেলায় জেলায় ব্লক স্তরে ক‍্যাম্প করে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে স্বাস্থ‍্য সাথীর কার্ড । এবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নিজে নথিভুক্ত হলেন প্রকল্পের আওতায় । নিজে ক‍্যাম্পে হাজির থেকে লাইনে দাঁড়িয়ে নিলেন প্রকল্পের কার্ড ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।